কুক্ষিগত জীবনে কোথাও যেতে ইচ্ছে করে না।
তবু যাব, যেতে হয়..
আবার বিপ্লব এলে, ক্লান্ত মিছিলে পা মেলাতে।
পক্ষপাত দুষ্ট অভিসন্ধি পেরিয়ে
অবেলায় অথবা কালবেলায়
নিজেকে সাজিয়ে ঢাল-তলােয়ার বর্শায়।
যেতে হয়..
কর্দম গন্ধ আর কৌশলী পরিক্রমায়
মেঘের আড়ালে যখন মুখােশ খুলে যায়
বন্দুক আর তরবারির ভিড়ে
যখন ওরা আধােঘুম ঘুমায় শৌখিনতায়।
যেতে হয়..
মানচিত্রে মিলিয়ে নিয়েছি শবাধারের ঠিকানা
জেগে থাকি কালপুরুষ আর সপ্তর্ষিমন্ডলের সাথে
কফিনে বিশ্বের ত্রাস, কেন্দ্রে কাদার তাল
আত্মকেন্দ্রিকতায় তীব্র টালমাটাল
পূর্বপুরুষের রুধিরধারায় বয়ে যায় দগ্ধ আয়ুষ্কাল!
যেতে হয়, আমাকে যেতে হয়..