রঙ ভালোবাসতো মেয়েটি
কবিতা লেখে ছবি আঁকে
একটা রঙিন ফাগুন ছিলো বুকে
বলে প্রেমের-কবিতা মুখে মুখে।
ভাবনার পাতা উল্টে চলে নিমেষে
পলাশ ঝরে যায় বারান্দায়,... কার্নিসে।
"বসন্ত জাগ্রত দ্বারে"...
পলাশেরা জানান দিয়ে যায়,
বসন্ত এসেছিলো মেয়েটির মনের বারান্দায়।
গভীর প্রত্যাশা মেয়েটির কালো ডাগর চোখে
ছিলো লুকোনো প্রেম ফাগুন রাঙা রঙিন বুকে।
সেদিনও পলাশ ঝরে ছিলো দখিনা বাতাসে
ছিলোনা কোনো সবুজের প্রতিশ্রুতি আশেপাশে।
আসেনি কোনো বসন্ত-দূত পলাশের ডালে
ভালোবাসার পরশ পায়নি চিবুকে ও গালে।


কেউ তো ভালোবাসার গান গায়নি ভালোবেসে
প্রেম ঝরে গিয়েছিলো নীরবে, ... নীরব সন্ত্রাসে!!