যদি আজ,
এই পূর্ণিমার রাতে
যদি ফিরে পাই তোমার বিস্মৃত গোপন ঘ্রাণ
অবসাদ সরিয়ে যদি ঘুচে যেতো অভিমান
জীবনের অসমাপ্ত গল্পেরা
যদি আজ কবিতা হয়ে আসে
এলোমেলো সংলাপ গুলো
যদি আসে মিলেমিশে চারপাশে
অনেক কালো মেঘ বৃষ্টি সরিয়ে
যদি আজ পূর্ণ চাঁদ ওঠে আকাশে
তবে, খুব ভুল হবে না তো আর ...


যদি আজ,
সংশয় পরাজয়ের ধুলো মাড়িয়ে
হৃদয়ে আবার প্রণয়ের অবলম্বন গাঁথি, ...
... সাহসে বা দুঃসাহসে!


17th September, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।