কবিতা কি কেবলই ছন্দ মিল
শব্দ সমাহার, শব্দের ঝংকার?
নাকি সমকালের মুখপাত্র
বঞ্চিত মানুষের অধিকার?


নাকি আবেগ অনুভূতির অনুনাদ
কখনো শোকাহত হৃদয়ের আর্তনাদ!
হয়তো কখনোবা আবেগ-কেন্দ্রিক
কখনোবা সংগ্রামী সশস্ত্র সৈনিক।


কখনো বেদনা বিধুর হৃদয়ের কান্না
বা অন্যায়ের প্রতিবাদ হার না মানা।


নাকি কবিতা,
নিজের জন্যই সৃষ্টি হয়
আর কারও জন্য নয়!


যাকে সম্পূর্ণ বোঝা যায়না
রক্তে মেধায় সম্পূর্ণ পাবোনা...
দুর্জ্ঞেয় আবৃত এক রহস্যময়তা!
কেউ বলেন, তার নাম কবিতা।


কেউ বলেন,
কবিতা অনায়াস কথন মুখ-নি:সৃত
জীবনের আশেপাশে সুলভ, দূর্লভ মুহূর্ত।


কখনো কবিতা করে সমকালকে অতিক্রমন
শ্রেষ্ঠ মনের পরিতৃপ্তি, শ্রেষ্ঠ মুহূর্তের বিবরণ।


কবিতা জ্ঞানের শ্বাস-প্রশ্বাস
কবিতা জ্ঞানের সূক্ষ্ম আত্মা।
মন, আত্মা ও অনুভূতির
চমকপ্রদ প্রকাশ হলো কবিতা।
মন ও আত্মার একক অনুভূতির
পরিণতিতে সৃষ্টি হয় কবিতা।


যা'র কাছে যা'ই হও তুমি কবিতা,
তুমি আমার শব্দ-তুলিতে আঁকা
হৃদয়ের গভীর অনুভূতি
তুমি অনন্যা রপবতী।


তুমি রবে বিবেকের জাগরণে
তুমি রবে হৃদয়ের উজ্জীবনে,
মানবতার সমূহ সংযোগে
মনুষ্য অস্তিত্বের মূল্যবোধে।


তুমি রবে জীবন ভাবনার বিনির্মানে
তুমি রবে তোমার কোমলতার সন্মোহনে,
তোমার অন্তর্নিহিত শক্তির বিস্ফোরণে
তুমি রবে নিজস্ব অস্তিত্বের বিদ্যমানে।


জয় হোক কবিতার
জয় হোক মানবতার।।