হে আমার প্রিয় কবিতার খাতা -
বেশ কিছুদিন বাদে তোমার ধূসর বাদামী মলাট খুলে
তোমার গন্ধ অনুভব করলাম,... ভীষণ চেনা সে গন্ধ!


স্পর্শ করলাম তোমাকে, তোমার অনেক গভীরে
জীবনের প্রতিশ্রুতিগুলো জমা আছে থরে থরে
খুঁজে পাই জীবন যন্ত্রণার কতো আঁকিবুকি,... ছবি
অনুত্তাপে শীতল বরফ হয়ে জমা হয়ে আছে সবই!


আমার স্পর্শে হঠাৎ তোলপাড় তোমার অন্তর-মহল
অনুভব করি তোমার শিহরণ, ঢেউ উথাল-পাথাল।


হয়তোবা ভেবেছিলে, নিদারুণ নীরব অভিমানে
আসবো না আর কোনোদিন তোমার এ-জীবনে
আসবো না দুরন্ত দক্ষ উদ্ধত শিকারী হয়ে -
তোমার নিভৃতে চলা শব্দময় মনের অভয়ারণ্যে
করবো না বিজয় উল্লাস তোমার হৃদয়ের গহিনে!


ভেবেছিলে হৃদয় প্রেম-শূন্য থেকে যাবে চিরকাল...
ইচ্ছে হলে ছোঁবোনা তোমাকে, অবৈধ সীমানা ভুলে
তোমার চেনা গন্ধে বরফ গলাতে, হবো না মাতাল!!


27th October, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।