মা এর সন্তান কামনা
অন্তরের গভীর মননে।
সুপ্ত প্রাণের স্পন্দন
মা এর গর্ভধারণে।
জন্মলাভ ধরিত্রীর বুকে
পৃথিবীর আলো দু'নয়নে।
আনন্দাশ্রু মায়ের চোখে
তীব্র ব্যথার যন্ত্রণার অবসানে।
ক্ষুধা তৃষ্ণা নিবারণ
অমৃত সুধা মাতৃস্তন্য পানে।
নিরাপত্তার নিশ্ছিদ্র বেষ্টনী
মা এর দু'বাহুর আলিঙ্গনে।
মা এর দু'চোখ সদাজাগ্রত
শয়নে স্বপনে কিংবা জাগরণে।
দুঃখ কষ্ট যন্ত্রণার নিরসন
মা এর চুমু আদর যতনে।
মানবকূল প্রাণীকূল বেঁচে রয়
এভাবেই মা এর তত্ত্বাবধানে।
প্রাণের অস্তিত্ব টিকে থাকে আবহমান
মাতৃজঠরে পরম মমতায় সৃষ্টির ধারণে।
মা এর তুলনা কেবলই... মা
দ্বিতীয় কিছু নেই এ বিশ্বভূবনে।
শত সহস্র প্রণিপাত জানাই
মমতাময়ী 'মা' এর শ্রীচরণে।