আজ ভোরে,
পূর্ব-গগনে মহালয়ার সূর্যটা দিচ্ছে উঁকি
আমি খুঁজি মহালয়ার বিষন্নতা-বার্ষিকী!
যারা চলে গেছে, মুছে দিয়ে যাবতীয় চিহ্ন সমুদয়
কথা নেই বহুদিন, ... সুদূর অতীত মায়াময়, ...
শুধু রেখে গেছে শোণিত-ধারা, ...
আর, বংশানুক্রমিক পুরুষের অধিকার
কি ভীষণ মোহে তপস্যার কালাতিপাত আমার
পলকের সন্মোহনে, ... আজ ভোরের তর্পণে
অতীতের সংযোগ-সূত্র গুলো আঁকড়ে ধরি একান্ত মনে
পরিচিত অভ্যাসে জীবনের মৌলিক চাহিদার যাওয়া-আসা
হৃদয়ের লবণার্দ্র ফেনায় উঠে আসে, এক আপেক্ষিক জিজ্ঞাসা ...
স্মৃতি নিয়ে, এ কি আমার স্মৃতিহীন প্রতারণা বারবার?
নাকি, জীবনের মায়া-মমতায়, মায়ার এ এক কল্পিত দায়ভার!


28th September, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।