অজানা অচেনা পথে গন্তব্য হারিয়ে ফেলি
খেই হারিয়ে বুক চাপড়াই
আধেক দিন ফুরিয়ে যায় শীতে...
আমাকে সহজ ভাবে
যে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল,
সে আচমকা একটা নদীতে হারিয়ে গেল।
সিন্ধু থেকে বিন্দু বিন্দু হয়ে
জলমগ্ন পথগুলি ফিরিয়ে দিয়েছিল যে,
অশ্রুবিন্দু হয়ে সে মিশে গিয়েছিল মরুর বুকে।
শেষ পরিক্রমায়,
নদী আর মরুপথ ধরে কালের প্রবাহ ছুঁয়ে দেখি,
জন্ম থেকে জন্মান্তরে
নশ্বর জীবনের জলরঙা সবটুকু অবয়ব
আবহমানকাল ধরে অন্ধকারে অনিবার্য ঝরে...


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৬|০৯|২০২২