মারীর কাল পেরিয়ে এখন গ্রীষ্মের দাবদাহ।
আমাদের উষ্ণ শহরে অতিথি হয়ে আসে,
“আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব"।
যেন অসময়ের কুড়িয়ে পাওয়া উপহার!
গরম কফির ফেনায়িত কাপে ধোঁয়া ওঠে যত্রতত্র
হলের ভেতর শীততাপ নিয়ন্ত্রণ
ঘন অন্ধকারময় বর্তমান
পুরনাে চেনা মুখের ভিড়
বিদেশী পারফিউমের সাথে ইন্টেলেকচুয়াল গন্ধ!
অ্যাকশন বদল, দৃশ্য বদল
মননে মনন জোড়ে চত্বর জুড়ে
দল বদল, পালাবদল, সুর বদল
সিনেমার রিলের বদল..
এইসব সিনেমা হুল্লোড় পার করে
ওরা ফিরে যায় যে যার অ্যাকশনে,
নিত্য জীবনের গা পুড়ে যাচ্ছে তখন প্রবল জ্বরে..