সে ভালবাসেনি কোনওদিন
আজ, সময়ের দায়ে--
তাকে লজ্জা পেতে হয় কিনা জানি না!


বিয়ে করতে চেয়েছিল সে
অথচ, 'ভালবাসি', বলেনি কোনওদিন
নিখুঁত ড্রিবল্ করে এড়িয়ে গেছি আমি।


ভালবাসতে গিয়ে ঠকে গেছি কতবার
গণধর্ষণের ত্রাসে ঝলসে গেছে মুখ
ভালবাসার হ্রদ খুঁজে খুঁজে ক্লান্ত আমি
পাহাড়-কঠিন হৃদয়ে রিক্ততার অসুখ!


পৃথিবীর গোলাকার পরিধি পথে
দেখা হয় কোনওদিন তার সাথে
অতি সন্তর্পণে এড়িয়ে যাওয়ার প্রবনতা
নৈকট্য অস্বীকার, সম্পর্ক সরে যায় দূরে
হৃদয়ে ঝর্ণার মদমত্ত আছাড়
নুড়ি ও পাথরের ঠোকাঠুকি শব্দ
বাস্তব সত্য যে কঠোর কঠিন, তাই
মেনে নেওয়াও,..আরও কঠিন
কেউ তো ভালবাসেনি কোনওদিন!


2nd August, 2020
At 10:20 pm
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।