উষ্ণ হাতে চায়ের কাপ
এক চুমুকেই বাজিমাত
মনের সাথে মনের রসায়ন
আর, রসায়নের ঘনত্ব সম্পৃক্ত হলেই
মেঘের ঘুঙুর থেকে আদিগন্ত বৃষ্টি নামে
বৃষ্টির শ্লোক থেকে শুরু হয় লৌকিক কৃষিকাজ।
জীবন আসলে সাদামাটা নদী
ঠিক কলমীলতার মত..
ভোরের আলোয় জেগে ওঠে জীবনের অর্গাজম
ধীরে ধীরে ফুটে ওঠে সম্ভাবনার কোরক।


জামরুলের পাতায় একদিন জল লিখে রাখা
ভীষণ একাকী পাখিটা,
সোনালি রোদের মাথায় মুকুট পরায়;
পাখিনীর পাশটিতে বসে ডানা খুঁটে খুঁটে
ডানার দিগন্ত শেষে ঘরটুকু লিখে ফেলে!



টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২০|০২|২০২২