আজকাল কি সব কিছুই রাজনৈতিক হয়ে যাচ্ছে?
পেশায়, নেশায়, আচার-অনুষ্ঠানে, পুজো-পার্বণে
উৎসবের চুড়োয় দেখি নিশান ওড়ে পত পত
সবই তো স্থানীয়,.. দলীয় সৌজন্যে!
উৎসব দেখে সবাই, ক্ষত দেখে না কেউ
কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে জল
শৈশবের ফাটলে বেড়ে উঠছে রাজনীতি
আর ধর্মীয় মৌলবাদ
রাজনীতি আর ধর্মের মিশেলে তৈরি
সুদৃশ্য রাংতায় মোড়া হজমি-গোলি সেবন।
প্রাচীন ডাকিনীবিদ্যার কথা জানা ছিল
আমাদের এখন চেতনাশূন্য শব-জাগরণ
শক্তির আরাধনার সাথে ক্ষমতালাভের ভজনা।
নীলাকাশ জুড়ে জ্বলজ্বল
লাল, নীল, তুলোসাদা মেঘের বাহার
তবু, রাত্রিদিন সিংহীমেঘের হুংকার
জানি, বিনা মেঘে বজ্রপাত যেকোনো সময়
তবু কেন যেন মনে হয়
ওরা তো আছে বেশ!
রাজনৈতিক ছত্রছায়ায়
রক্ত বদলে নিচ্ছে রঙ
স্রোত বদলে নিচ্ছে গতিপথ
রসেবশে, শব্দ-গন্ধ-স্পর্শে
কারণবারির মুখোশ নৃত্যে।
আমি কি কোণঠাসা হয়ে পড়ছি ক্রমশ...
আমার এই সাদা পৃষ্ঠার অরাজনৈতিক বৃত্তে?


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০২|০৩|২০২২