তোমার বৈভবের প্রিজমীয় শরীরে
প্রতিদিন কত বর্ণের আলো এসে পড়ে
তোমার শরীরে যৌগিক আলোর
বিচ্ছুরিত অপরূপ বর্ণালী দেখব বলে
বসে থাকি তোমার হৃদয়ের সমান্তরালে।
আমি, অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো
নিয়মমাফিক আমার বিচ্চুতি ঘটে
অনেকটা বেশি।
কামনার প্রতিসরাঙ্ক মাপতে গিয়ে
তোমার নাভিতটের কৌণিক দূরত্বে
চোখ রাখি—
আর, নিয়মমাফিক প্রতিদিন
মধ্যবিত্তের ন্যারো-বাইলেনে
জ্যা-বরাবর বৃত্তের পরিধিতে এসে
লাল সিগন্যালে দৃষ্টি আটকে যায়..
এ আমার নিয়মমাফিক, 'প্রিজমীয় বিচ্চুতি'!



টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৭|০৩|২০২২