আজ মনের আকাশ জুড়ে
কালো মেঘের আনাগোনা
নেই পাখিদের কলতান
মন আজ হয়েছে আনমনা।


নেই আলোর রোশনাই
কোনো কোলাহল নেই
প্রকৃতির নিস্তব্ধতার মাঝে
হঠাৎ আনন্দ থেমে গেছে!


পাঁচ ফুরিয়ে ষষ্ঠী গিয়ে দশমী এলো
কতো কিছুই যেন বাকি রয়ে গেলো!


আজ এই বিজয়ার বিদায়ের দিনে
বিষাদঘন মন লুকিয়েছে অভিমানে।


কতো বর্ণালী সাজ ফিকে হয়েছে
আজ এই বিসর্জনের বিষন্ন দিনে
বুকের মাঝে কালো মেঘরাজি নিয়ে
বসে আছি অলস একাকী নির্জনে।


ঘড়ির কাঁটার টিক্ টিক্ শব্দ নিয়ে
প্রতিক্ষার প্রহর গুনে চলেছি এক্ষণে
আবার একটি বছরের প্রতিক্ষা নিয়ে
'আসছে বছর আবার হবে' রেখে মনে।


22nd October, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।