রাতভর বৃষ্টি, রিমঝিম বৃষ্টি
মন চঞ্চল, বেহিসেবি মনটি
শ্রাবণ-আঁধারে যুগলে আলিঙ্গন
রাতভর চলে বৃষ্টি বিসর্জন।


বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ
ভুলে যাই যেন আর সব গন্ধ
শ্বাস-প্রশ্বাসে যেন ঝড় তোলে
আমার আমি'কে যাই ভুলে।


রাতভর ঝরঝর এই বরষায়
আমার প্রাণ মন ভিজে যায়
আঁধার রাতে রিন ঝিন
বর্ষা নাচে তা-ধিন-ধিন।


বর্ষা তোমার সুশীতল পরশ
মুছে দিয়ে যাও খরতার রেশ
বৃষ্টি তুমি তো ফসল ফলাও
বানের জলে তুমিই ভাসাও
কারুর ভালো কারুর যে মরণ
তবু বছর ঘুরে করবো যে বরণ।


ওগো বর্ষারাণি কাজলা মেয়ে
বেহিসেবি আবেগ তোমায় নিয়ে
রাতভর বৃষ্টি ঝরো অঝোর ঝরে
তোমারে করি আমন্ত্রণ বারেবারে।।


31st July, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।