বহুদিন ভোরের সূর্য ওঠা দেখিনি,
এ-শহরের বুকে কেবল অতল শীতলতা!


বহুদিন জীবনের উত্তাপ মাখিনি গায়ে,
জীর্ণ ইটের হাড় জিরজিরে পাঁজর সরিয়ে
বহুদিন আকাশের নগ্নতার সৌন্দর্য দেখিনি,
কতোদিন দেখিনি, ....
বিকেলের অস্তরাগের নেশা ধরানো মায়াবী আলো!


সূর্যাস্তে নয়, আজ কংক্রিটের দেয়ালের ছায়ায়
এ-শহরের শরীরে সন্ধ্যা নামে,
শহরের গায়ে মিশে যায় নিকষ কালো অন্ধকার,
দেয়ালের ভাঁজে ভাঁজে জমে ওঠে সৃষ্টির ম্যাগমা,
আর আকাশের বুকে জেগে থাকে নক্ষত্রপুঞ্জ।


নিশ্চুপ নিস্তব্ধতা আর শূন্যতার মাঝে
রিক্ত হাতে তুলে নিই রঙের তুলি,
শহরের ধূসর শরীরে ঢেলে দিই রঙের ধৃষ্টতা,
আকাশের বুকে জ্বেলে দিই সোনালী আগুন...
আজ আমার হাতে শুধুই রঙের স্বাধীনতা।


এতোদিন জীবনের ক্যানভাসে অনেক এঁকেছি
শালীনতা আর সভ্যতার ছবি,
আজ শালীনতার রঙ গেছে শুকিয়ে,
এবার, অশালীন কিছু বাঁচার আশাকে আঁকড়ে ধরে
জীবনের রঙ খুঁজি, ....
নিছকই, আমার খেয়ালী মনের ভাবনার মোচড়ে,
আমার রঙের তুলির এলোমেলো আঁচড়ে।


আজ মনের তুলিতে এ-শহরের বুকে ...
জীবনের ছবি আঁকি,
পাঁজরে পাঁজর ঘষে জীবনের উত্তাপ খুঁজি!
গগন-চুম্বী বহুতলের উরুর ভাঁজে মিলনের সঙ্গম দেখি,
দেখি, ধূসর ছাইরঙা শহরের জঠরে সঞ্চারিত হয় ...
অগণিত প্রাণের উত্তাপ নিয়ে ...
আলোকিত জীবনের রঙিন চেতনার ভ্রূণ।।


30th November, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।