শীতের গল্পে,
আজ আমি রোদ্দুর খুঁজি,
গাছের আড়ালে, কুয়াশার আড়ালে
হারিয়ে যাওয়া মায়াময় সোনালী রোদ্দুর!


ঠাকুরমার লেপের ভেতর ছয় ভাইবোন
শীতের গল্পে মশগুল থেকেছি,
এমনি কতো রাত জেগে...
কুয়াশা হাতড়ে টুকরো টুকরো বেড়ে ওঠা...
ভুবনডাঙার মাঠে সোনালী রোদ্দুর মেখে
কতো ছোটাছুটি লুটোপুটি!


সমস্ত স্বপ্নের দরজাগুলো একে একে বন্ধ হয়
টুকরো জীবনগুলো ধোঁয়ার মতো উড়ে যায়
কুয়াশার কাছে বিষাদ জমা রাখি
ভুবনডাঙার মাঠে আজ শুধুই অন্ধকার
শীতের গল্পেরা একে একে ফুরিয়ে যায়...
নটে গাছটি মুড়িয়ে যায়...
আজ,... শুধুই শীতলতা...!