শ্রম করে যারা,
মাথার ঘাম নিত্য পায়ে ঝরিয়ে
হাতুড়ি, শাবল, গাঁইতি চালায় যারা
শ্রমিক, মজুর, কৃষক, মেহনতি তারা।
মেঘ, ঝড়-জল, অশনির থাবা রুখে
কাজ করে যায় চোয়াল শক্ত রেখে।
শ্রমিকেরা জন্মায়, ... আর হেঁটে যায়
অনন্ত পথ অবিশ্রান্ত, আগ্নেয়-স্পর্ধায়।
ওরা ওড়ায় নিশান অপ্রতিরোধ্য
শিরায় শিরায়, ধমনির রক্ত-স্রোতে
বুনে যায় বীজ কলে কারখানায়
মাঠে ময়দানে দিনে আর রাতে।
ওরা কাজ করে, ওরা জাগ্রত, চলমান
সর্বহারার কন্ঠে ওদের বিপ্লবী স্লোগান।


শ্রম করে যারা,
ওরা শ্রমিক-কৃষক, শ্রমজীবী ওরা
ওরা গতর খাটিয়ে ঘাম ঝরিয়ে খায়
আজ "মে-দিবস" এর পুণ্য দিনে ...
ওরা সমানাধিকার এর ডাক দিয়ে যায়।
শ্রেণী সংগ্রামে আজও ওরা অনড়, স্থির
বুকের মধ্যে জ্বলে নবচেতনার ক্ষিদে ...
স্বপ্ন দেখে সাম্যবাদের নতুন শতাব্দীর!


1st May, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।