🍁
টের পাচ্ছি কিছু একটা নড়াচড়া করছে
বাতাসে নতুন আবহাওয়ার শব্দ শুনতে পাচ্ছি
মাঠ ঘাট প্রান্তরে একটা টানটান ভাব
আকাশে অসংখ্য ডানার উড়ান টের পাচ্ছি
কিছু একটা হতে চলেছে, আগের মতো নেই
আমি রসের স্বাদ নিচ্ছি আর শস্যের স্বাদ পাচ্ছি
সাদা সাদা পায়রার ঘূর্ণন শুনতে পাচ্ছি
সবাই মিলে একসাথে আনন্দগান গাইছি
অন্যরকম কিছু একটা শুরু হতে চলেছে...
অন্ধকারে তৃণভূমিতে ঘাস ও ফুলের খেলা নয়
পুণ্য-প্রাণের সঙ্গীত শোনা যাচ্ছে, এবং—
এই উপত্যকাকে ঢেকে রাখা কালো মেঘগুলো
ধীরে ধীরে মৃদুভাবে বিচ্ছিন্ন হতে শুরু করেছে
হ্যাঁ, এমন একটা সোনালি সকাল নিয়ে যদি
আজ বাংলা নববর্ষ আসে আসুক না...
বলতে দ্বিধা নেই, "স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২"
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > পয়লা বৈশাখ ১৪৩২