সেই মেয়েটি একা থাকে
জীবন নদীর হঠাৎ বাঁকে
দাঁত চেপে সইতে শেখে
জীবনের সব যন্ত্রণাকে।


সেই মেয়েটি একা থাকে
রঙিন অতীত ভুলতে শেখে
নিজের চোয়াল শক্ত রেখে
নতুন করে বাঁচতে শেখে।


সেই মেয়েটি একা থাকে
সমাজ দেখে বাঁকা চোখে
তুড়ি মেরে জীবনটাকে
শিরদাঁড়াটা সোজা রাখে।


সেই মেয়েটি একা থাকে
বাঁধনহারা প্রাণটা দেখে
ছুটে বেড়ায় যেমন খুশি
স্বাধীনভাবে চলতে শেখে।


সেই মেয়েটি একা থাকে
দাপিয়ে কাটায় জীবনটাকে
জীবন চালায় নিজের মতো
বাধ্য কেউ করেনা তাকে।


সেই মেয়েটি একা থাকে
দিন শেষে কাজের ফাঁকে
গান শোনে কবিতা লেখে
নিজের মতো ভাবতে শেখে।


সেই মেয়েটি একা থাকে
একা লড়ে বাঁচতে শেখে
দুঃসাহসের বীজ বোনে
দুর্বিনীত আগুন বুকে।


সেই মেয়েটি একা থাকে
নতুন দিনের স্বপ্ন আঁকে
জীবনের রঙ নতুন করে
নতুন ভাবে আঁকতে শেখে।।


12h July, 2018
রবীন্দ্র আবাসন, কোলকাতা।