কেউ চলে গেলে—
কিছু একটা 'ক্লু' রেখে যায়..
একটা কিছু দাগ, চিহ্ন বা সূত্র।
ফাঁকা চেয়ারের পাশে
ফেলে যাওয়া চায়ের কাপ,
কাপের তলানিতে অবশিষ্ট তরল
আর সিগারেটের ছাই জমে কাঠ।


জমাট অন্ধকারে মায়ালতা ছুঁয়ে
একদা অস্তিত্বের ভরবিন্দু ডুবোজলে
কেঁপে কেঁপে ওঠে স্মৃতি, নস্টালজিয়া;
সময়ের রূপান্তরিত শীতল নির্যাস!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৫|০২|২০২২