জীবনের সবুজ-ফলা শস্যের মাঠে
প্রখর সূর্যটা কিরণ দেয় কী এক অঙ্গীকারে
দিকচক্রবালে একটা ঘূর্ণাবর্ত ওঠে
ঝড়-জলে পাখি মরে
গাছগাছালি শুয়ে যায় মাটিতে
মাছগুলাে পাতার মত ভেসে যায়
ভেসে যায় অভিশাপ, হরিণের কঙ্কাল, প্রেতাত্মা
ছায়ারা একা একা হেঁটে যায়
আঁধার ভিজছে, মাটি ভিজছে..
এরপরও বেঁচে থাকে কিছু লতাগুল্মের শ্বাস
প্রবাহের পাড়ে জেগে থাকে রক্তকরবীর মাঠ
নদীমাতৃক স্বর, দোআঁশ মাটির উর্বরতা;
কৃষকের জলজ সমাজ!