কতো মেঘ পুঞ্জিভূত হয় দূর আকাশের মায়ায়
রিমঝিম রিমঝিম শুধু বৃষ্টি ঝরে অবিরাম ধারায়।
কতো বৃষ্টির ফোঁটা বুকে নিয়ে মেঘ উড়ে যায়
মুষলধারে বৃষ্টিতে কতো তৃষিত হৃদয় জুড়ায়।
কতো ক্লেদ আবর্জনা জমা হয় আঙিনা জুড়ে
ধুয়ে মুছে যায় জলপ্রপাত বৃষ্টি প্লাবন তোড়ে।
দিকচক্রবালে মেঘ ভেঙ্গে বৃষ্টি ঝরুক অঝোর
ভিজে মাটির সোঁদা গন্ধে মিশে যাক চরাচর।
আনন্দের আদিমতার সুবাস মাখা ঘাম চুমি
ক্লান্তিহীন কর্ষণে খণ্ড বিখণ্ড হয়ে যাক ভূমি।
বিদ্যুৎ চমকে শিহরিত হোক আজ সমগ্র স্নায়ুতন্ত্র
জীবন বীণায় বাজুক বেহাগ সুরের অমোঘ মন্ত্র।
সম্ভাবনার বীজ হবে নিসিক্ত তাই জেগে আছে আশ
ঊষর ধূসর মাটিতে ফিরুক সুপ্ত প্রাণের পূর্ণ প্রকাশ।
চাতক পাখির চঞ্চুতে স্ফটিকের মতো স্বচ্ছ জল
প্রাণের স্পন্দন! প্রাণবন্ত পৃথিবী আজ প্রাণ চঞ্চল!
অবচেতনের ঘোর লাগা ঘুম ভেঙ্গে শুনি কলরোল
চেয়ে দেখি মাঠ ভরে আছে রিমঝিম বৃষ্টির ফসল!!