হঠাৎ তুমি এলে বর্ষারানি
মেঘ থেকে আজ নামলে নিচে
ময়ূরের মতো পেখম তুলে
আপন মনে নেচে নেচে।


আলো আঁধারে মেঘ বৃষ্টি
জল কাদা আর নদী থৈ থৈ
নৌকার ঘাটে বাড়ন্ত জল
ছলাৎ ছলাৎ ঢেউ জাগে ঐ।


রাতের পর রাত জেগে রই
থাকি প্রতিক্ষায় প্রতি অনুক্ষণ
ঘুম ভেঙ্গে জেগে ওঠে আমার
রোমাঞ্চিত অদম্য যৌবন।


শব্দে বাক্যে পয়ারে তোমার
হরেক রকম তালের ছন্দ
কতো রূপ রস মাধুরী তোমার
কতো যে তোমার গন্ধ।


সহসা রোমাঞ্চকর রংধনু আঁকো
একদা আকাশে দুপুর বেলায়
যেন হঠাৎ পাওয়া পরম পরশ
ভগ্নাংশ জীবনের বিদায় বেলায়।


উর্বশী বর্ষা তুমি সুধা ধারা
ধরাধামে বারবার এসো নেমে
স্বাগত তোমাকে ডাকি অনিবার
পুষ্পিত হৃদয়ের অমলিন খামে।।