এ লড়াই,
দেশের জন্য লড়াই
মাতৃভূমির জন্য লড়াই।
সীমান্তে সংঘর্ষে শহীদ হলো যারা
গরিমায় দিয়ে গেলো তরতাজা প্রাণ
জানাই তাদের কুর্নিশ, হাজারো সেলাম,
গেয়ে যাই সদাই তোমারই জয়গান..
তোমার আঁচল, আমাদের বিজয় নিশান!


আমরা তোমার অবাধ্য সন্তান
তবু বুকের রক্ত ঝরাতে করিনা কৃপণতা,
কতো রক্ত, প্রাণের বিনিময়ে
ভেঙ্গেছি শৃঙ্খল, এনেছি স্বপ্নের স্বাধীনতা!


সীমান্তে উত্তেজনা, ক্ষমতার আগ্রাসন
প্রতিনিয়ত শত্রুর উদ্যত চোখরাঙানি
সেনা সমাবেশ, ঘাত-প্রতিঘাত, সংগ্রাম;
আহার-নিদ্রাহীন, সীমান্তে সদা-জাগ্রত প্রহরী
এ বরাভয় বুকে মৃত্যুকে করিনা কখনো ভয়।


এ লড়াই,
জিতবোই জেনো; মাগো, তোমারই হবে জয়!


20th June, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।