সেদিনও ছিলো এমনই শ্রাবণ বেলা
শ্রাবণ ভেজা সন্ধ্যা বেলা
হেঁটে গেছি বহুদূর দু'জনায়
এলোমেলো কথা সব হয়েছিলো বলা।


সেদিনও ছিলো এমনই শ্রাবণ ধারা
ঝরেছিলো টুপটাপ কথারা
কথার পসরা সাজাই দু'জনায়
আসল কথাটি কিছুতেই হয়নি সারা।


সেদিনও হৃদয়ে শ্রাবণ বৃষ্টি ঝরেছিলো
হৃদয় অকাতরে ভিজে ছিলো
রাতের অছিলায় গেলে চলে
হৃদয়ে আমার বেদনার সুর বেজেছিলো।


আজও শ্রাবণ ঝরে আমার অশ্রু ধারায়
হাঁটি ওই পথে তোমার মায়ায়
তোমার পথ গেছে হঠাৎ বেঁকে
ছিন্নবীণা বেসুরে বাজে ব্যর্থ ভালোবাসায়!


9th August, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।