যুদ্ধ জয়ের কারিগর আমরাই,
বাঁচার অধিকার বুঝে নেবো আমরাই...


নতুন খেলার নেশায় মেতে ওঠে কেউ
আগুনের নেশায় আগুন নিয়ে খেলে
হাতের মুঠোয় পেতে চায় দুনিয়ার চাবি!


সময়তো বোঝে, সময়তো জানে সবকিছুই...
নেশার আগুন কখনো হয়ে ওঠে দাবানল
তখনই এই কঠিন কঠোর বাস্তবের চেয়েও
ভীষণ সত্যি হয়ে ওঠে অস্তিত্বের লড়াই...
প্রাণে বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ...


এ যুদ্ধ জয়ের কারিগর আমরাই...
আমরাই শুধরে নেবো আমাদের ভুল
এই সুন্দর পৃথিবীতে জীবনকে ভালোবেসে
আমরাই বাঁচিয়ে রাখি,... জীবনের ফুল!


12th April, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।