শরত মেঘে ভাসলো ভেলা
বিষাদ নিলো আড়ি ,
জগজ্জননী মা আসছেন
তার বাপের বাড়ি ।


শিউলি তলায় সুর উঠেছে
কাশে লাগলো দোলা ,
ধামসা-মাদল সুর বেঁধেছে
মনে লাগলো মেলা ।


দীঘির কোলে পদ্ম-শালুক
মারছে উকি লাজুকে ,
আগমনীর সুর বাজছে
যে ওই দূরে ।


পিতৃপক্ষের অবসান
মাতৃআরাধনার শুরু ,
শ্যামল কিশোরী রূপ
বাজে রুনু রুনু ।


*********************


তারিখ : ২৭ শে সেপ্টেম্বর ( ৯ই আশ্বিন )
সময় : সন্ধ্যে ০৭টা
স্থান : তালদি