তুমি সাহিত্যের আধার , তুমি গানের আধার ,
তুমিই বাঙালির শ্রেষ্ঠ রূপাকার ।
সুখে রবি , দুঃখে রবি , ব্যাথায় রবি , হাসিতেও রবি
অনন্ত প্রেমের জয়গানেও তোমারই প্রতিচ্ছবি ।
"রূপনারায়নের কূলে" দাঁড়িয়ে তুমি হয়েছো "মৃত্যুঞ্জয়ী" ,
সাহিত্যের গগনে "বলাকা"র ন্যায় ভাসিয়েছো "সোনার তরী" ।
"অনন্ত জীবনে" তুমি যে "অধরা"
নীল দিগন্তের মাঝে তুমি অম্বরা ।
আজি বহু বর্ষ পরেও তুমি বন্দিত সবারই মননে
আজি ২২শে শ্রাবণে প্রণমি তব চরণে ।।


...........................................................


লেখার তারিখ : ০৮/০৮/১৯
লেখার সময় : রাত্রি ১১:২০ মিনিট
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন