একটা মেয়ে ব্যাগ কাঁধে স্কুল যায় রোজ ,
আরেক মেয়ের দিন পেরিয়ে কেউ রাখে না খোঁজ ।


এক মেয়ে সেজেগুজে এক্কেবারে ফিট ,
আরেক মেয়ে ভাঙছে দেখো তীব্র রোদে ইট ।


একটা মেয়ের মিনি স্কার্টে নাইকো কোনো লাজ ,
আরেক মেয়ের বাসনমাজা নিত্যদিনের কাজ ।


এক মেয়ে দেখতে ফর্সা আর চমৎকার
আরেক মেয়ে বড্ড কালো , বড়ই হাস্যকর ।


একটা মেয়ে খাবার পেয়েও ভালো লাগেনা স্বাদে ,
আরেক মেয়ে খিদের জ্বালায় গুমড়ে বসে কাঁদে ।


এক মেয়ে অনেক খুশে বাবার কোলে চড়ে ,
আরেক মেয়ে কাজ খোঁজে লোকের দ্বারে দ্বারে ।


এক মেয়ে সন্ধ্যে বেলায় ঠাম্মার কাছে শোনে গল্প ,
আরেক মেয়ে রাস্তায় শুয়ে স্বপ্ন দেখে অল্প ।


এক মেয়ে মায়ের ধারে ঘুমায় সে খাটে ,
আরেক মেয়ে ঘুমায় দেখো মাঠে আর ঘাটে ।