ছড়া শুনবো , ছড়া শুনবো
বলো না মা ছড়া ,
সকাল হতে দুপুর অব্দি
অনেক হলো পড়া ।


পড়ায় আছে নানান ঝক্কি
নামতা অনেক কঠিন ,
গল্পে আছে নানান মজা
স্বপ্নে বোনা রঙিন ।


দত্যি-দানব , ফুল-ফল
আর পক্ষীরাজের ঘোড়া ,
ওসব ছেড়ে কেনো করবো
পড়া আর পড়া ?


এখন যদি এত পড়ি
ছড়া শুনবো কবে ?
ছোট্টবেলার ছড়া কি মা -
বড়ো হলে রবে ?


০৫/১১/১৯