হ্যাঁ , ওই ১নং চড়বিল স্ট্রিটের বাসিন্দা আমি
ওই স্যাঁতস্যাঁতে অন্ধকার
প্যাচপ্যাঁচে কাঁদা মাখানো গলি
হ্যাঁ ওই গলির বাসিন্দা আমি
একমাত্র বাসিন্দা !
আসলে আরও অনেকেই ছিলো ,
তবে তারা বয়সকালে আর নেই
আমাকে থেকে যেতে হয়েছে একা
পুরোপুরি একা !


একটা সময় প্রাণ ছিলো এই স্ট্রিটে
অনাবিল আনন্দ , অনাবিল হাসি
ঠিক যেমন একটা পুরুষের মুচলেকা গোঁফের তলায় হাসি থাকে , তেমনিই
স্রোতস্বিনী তিস্তা কুলুকুলু শব্দে যেমন বয়ে যায়
ঠিক তেমনই বইতো এখানকার পলেস্তারা
কিন্তু হায় !
প্রকৃতির অভিশাপ
না , শুধু প্রকৃতি নয়
ওরা !
ওরা বাধ্য করেছে !
প্রকৃতি দ্বারা অভিশাপগ্রস্ত হতে !
প্রতিনিয়ত কুঠারাঘাত করেছে প্রকৃতিকে
তাই প্রকৃতি অভিশাপ দিয়েছে ।


সেদিন মরে যেতে ইচ্ছা হয়েছিলো
যেদিন আমার চোখের সামনে
পলেস্তারাগুলো খসে খসে পড়েছে -
আর আমি নির্বাক দর্শকের মতো !
চেয়ে দেখেছি !
দুটো চড়াই পাখি রোজ সকালে
আমার কাঁধে বসে প্রভাতী কুজন গাইতো
তারাও এখন বড্ড অভিমানী !
আর আসে না -
প্রভাতী কুজন আর শোনা হয়না !


ওই শুঁয়োপোকাটা যখন আমার গায়ে উঠতো
ওর কাঁটায় আমার কষ্ট হতো ঠিকই
কিন্তু তবুও অনাবিল আনন্দ ছিলো ।
কাঠঠোকরা পাখিটার ঠোকরেও
ভালোবাসা ছিলো ।
ওরাও এখন বড্ড অভিমানী !


দোষটা কার ?
আমার না ওই চড়বিল স্ট্রিটের
নাকি ওই মানুষগুলোর
কার ?


আমি বাঁচতে চাই না !
আর বাঁচতে চাই না !
বাঁচতে ইচ্ছা করে না !
ওই ১নং চড়বিল স্ট্রিটের বাসিন্দা আমি
একমাত্র বাসিন্দা !
একমাত্র বাসিন্দা !


************************


০২ / ১০ /১৯