ইচ্ছেরা সব যাচ্ছে না তাই
গোয়ারতুমি ভাব ,
লিখি আমি শখের বশে
কবি হবার নেইকো সাধ ।


ইচ্ছে আছে কালের স্রোতে
হবো নদীর ঢেউ ,
নিয়ম করে বাঁধার মতো
থাকবে না তো কেউ ।


ইচ্ছে আছে এক রাত্তির
হবো জেল বন্দী !
কেমন ভাবে কাটায় জীবন
কেমন তারা আঁটে ফন্দি ।


ইচ্ছে আছে মনের মাঝে
হবো কুকুর ল্যাজ বাঁকা ,
জানতে তখন পারবো তা
হয়না কেনো সোজা ।


ইচ্ছে আছে শিয়াল হবো
থাকবে না চৌহুদ্ধি ,
দেখবো তখন কেমন মাথায়
রাখে সব বুদ্ধি ।


নদীর একুল গড়ে ওকুল ভাঙে
নিয়মমাফিক জানি ,
জানবো তাহা যদি হই
নদীর মতো স্রোতস্বিনী ।


ইচ্ছে আছে ফুল বাগানে
হবো ফুলের কলি ,
কেমন করে মায়ার বাঁধনে
জড়ায় মোরে অলি ।


অদ্ভুত সব ইচ্ছা গুলোই
মনের মাঝে বাঁধে !
দেখবো জগৎ তখন আমি
ভিন্ন ভিন্ন সব সাধে ।