একটা পত্র লিখবো তোমায় ?
কোন নামে ? কোন ঠিকানায় ?
তোমাকে তো নানান নামে ডাকি !
কখনো মাধুরী , কখনো বা প্রেয়সী !
নিবাস আমার হৃদয়পুরের জটিলতায় ।


পত্রটি যখন পৌঁছাবে , তুমি শরৎচন্দ্রে ব্যস্ত !
আর আমি তোমার মৃদু হাসি দেখায় ন্যস্ত !
পত্রের কালি যেনো হারিয়ে যায় ,
তোমার ঐ কাজল চোখের মায়ায় ।
পত্রের মাধুর্যতা নেমে আসে ,
তোমার এলোকেশী চুলের ছোঁয়ায় ।


গোলাপ সাজিয়ে রঙিন চিঠিটায় ,
ভোরের শিশিরে উত্তর দিও
তৃণমূল থেকে তোলা ঘ্রাণ স্পর্শ করে ,
একটি শব্দে শুধু লিখো , তোমার কুশল ।
মেঘের পালে উড়িয়ে দিও
রঙিন খামে ভালোবাসার চিঠি !


28th may