ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে ব্যাঙ
তালপুকুরের ধারে ,
একটা ল্যাটা মুখ বাড়িয়ে
শুনছে প্রাণ ভরে ।


মাগুর ব্যাটা ল্যাজ নাড়িয়ে
চলে তালে তালে ,
শিঙ্গি আপন সুর ধরেছে
সাঁতার গেছে ভুলে ।


পাবদা ভায়া বেজায় খুশি
জলসা হবে বলে ,
সাপেরাও সব খোলস খুলে
যাচ্ছে দলে দলে ।


চিংড়ি বড়ো সুখেই আছে
নাচবে সেথায় বেশ ,
জলের তলায় সবাই মিলে
চলবে মজার রেশ ।


ওরে কচি , ওরে কাঁচা
ছুটে ছুটে আয় ,
ইলিশ তোদের গান শোনাবে
সভা বসবে তায় ।


কই মাছেতে বৈঠা লয়ে
পুঁটি ধরলো দাঁড় ,
মাছের সঙ্গে তরী চড়ে
কে হবি বল পার ?


২৪/১২/১৯