পঞ্চকবির আর এক কবি
কবি রজনীকান্ত সেন ,
আদিবাড়ি তার পাবনা জেলা
সিরাজগঞ্জ ভাঙ্গাসেন ।


বইপ্রেমী ছিলেন না তিনি
তবুও কান্তকবি ,
ছিলেন তিনি নানান
প্রতিভার অধিকারী ।


কাব্য থেকে শুরু যার
গান-জ্ঞান সব ,
উঠিয়েছিলেন মানুষ মাঝে
দেশাত্মবোধের রব ।


মৃত্যুর পরে প্রকাশিত তার
বই "শেষদান"
ভুলবো নাকো তার রচিত
দেশাত্মবোধক গান ।


"আমরা নেহাত গরিব...."
বলে ছাড়লেন হুঙ্কার !
মনের মাঝে জাগাইলেন
দেশাত্মবোধের ঝংকার ।


হটাৎ বাণী শুনে জাগলো
সব দেশভাই ,
"মায়ের দেওয়া মোটা কাপড় মাথায়
তুলে নেরে ভাই"


সমাজ চিন্তনে দিলে আঘাত
"স্বাধীনতার সুখে"
"তুমি নির্মল করো মঙ্গল করো
মলিন মর্ম মুছায়ে" ।


ভুলবো নাকো তাকে কভু
ভুলবো না তার গান ,
বাঙালির সম্পদ তিনি
বাঙালির মান !


(Note : রজনীকান্ত সেনের জন্মদিন উপলক্ষে লিখিত )


লেখার তারিখ : ২৬/০৭/১৯
লেখার সময় : ০৩:০০ pm
লেখার স্থান : তালদি , নিজ বাসভবনে