এতদিন আমরা যে বর্ণপরিচয় পড়েছি তার থেকে একটু অন্যরকম বর্ণপরিচয় পড়ি আজ ।


অ- এ অলস দুপুর তবুও জানি ।
আ- এ আমি তুমি ঘরই মানি ।
ই-তে ইস্কুল দালান সবাই চুপ ।
ঈ-তে ঈশ্বরও আছেন চুপ ।
উ-তে উজ্জ্বল সদা বিশ্বহাসি ।
ঊ-তে ঊনিশ কোভিড হানলো মসি ।
ঋ-তে ঋত হবে চলার রথ ।
এ-তে এখন খোঁজো বাঁচার পথ ।
ঐ-এ ঐ এক ভাইরাসে ।
ও-এ ওই দেখো সব নিচ্ছে গ্রাসে ।
ঔ-এ ঔষধ যেদিন হবে আবিষ্কার ।
ক-এ করোনা রোগ হবে পরিষ্কার ।
খ-এ খাল কেটে কুমির আনলো চীন ।
গ-এ গোটা বিশ্ব গুনছে দিন ।
ঘ-এ ঘরেই বসে থাকো আজ ।
ঙ-তে ব্যাঙের শীতঘুম লাগবে কাজ ।
চ-এ চারিদিকে জমছে শব ।
ছ-এ ছড়িও না কোনো গুজব ।
জ-এ জীবন সুখের হবে পরে ।
ঝ-এ ঝড় যতই আসুক ঘরে ।
ঞ-এ যাঞা করি এই মনে ।
ট-তে টিকুক সবাই মনেপ্রাণে ।
ঠ-তে ঠকিও না কাউকে এখন ।
ড-এ ডান্ডা নইলে খাবে ভীষণ ।
ঢ-তে ঢেকে রাখো চোখ মুখ ।
ণ-তে মূর্ধন্য-য় মাপো সুখ ।
ত-এ তথ্য মাপো সঠিক ভাবে ।
থ-এ থমকে যাওয়া দূর হবে ।
দ-এ দূরত্ব মেনে চলি সবাই ।
ধ-তে ধৃষ্টতা না করি ভাই ।
ন-এ না চাইলে শান্তির নীড় ।
প-এ পথে করো তোমরা ভিড় ।
ফ-এ ফালতু কাজ বন্ধ করে ।
ব-এ বাঁচবো আমরা সবার তরে ।
ভ-এ ভয় পাওয়ার কিছু নেই ।
ম-এ মৃত্যুকে না সমন দেই ।
য-তে যম দুয়ারে চাইলে যেতে ।
র-এ রইবো মোরা বাহিরেতে ।
ল-এ লকডাউনে থেকে সবাই ।
ব-এ বিশ্বকে আজ মোরা বাঁচাই ।
শ-এ শত্রুতা মুছে নিয়ে ।
ষ-এ ষড়যন্ত্র ভুলে গিয়ে ।
স-এ সুস্থ থাকবো সকল মনে ।
হ-এ হাত ধোবে জল সাবানে ।
ড়-এ করোনাকে করলে অসাড় ।
ঢ়-এ তবেই হবে সুখের আষাঢ়।
য়-এ আয় না রে দূরে গিয়ে ।
ৎ-এ খন্ড-ৎ চিন্তা নিয়ে ।
ঃ -এ দুঃখ যখন দূর হবে ।
ঁ-তে চাঁদও আবার হেসে উঠবে ।।