নন্দরানীর দুলারি যে দেবকীর প্রাণ ,
পুণ্যতীর্থ , মহাতীর্থ বৃন্দাবন ধাম ।
শ্রীবিষ্ণুর অবতার এলেন ধরাধামে ,
সিদ্ধহস্ত বলরাম থাকেন তার বামে ।।


বাঁশি বাজায় কদম্বতলে , ধেনু চড়ায় মাঠে ,
গোকুলপ্রিয় , মাখনচোর রাধা নাম জপে ।
বৃন্দাবনে জলকেলী , অষ্টসখীর বস্ত্রহরণ ,
চপলচরণ , মনহরণ অঙ্গ যে তার কৃষ্ণাবরণ ।


রুক্মিণীর প্রাণনাথ , রাধিকার সখা ,
বাল্যকালের বন্ধু সখা প্রিয় সুদামা ।
অষ্টতর শতনামে জগৎ শ্রষ্ঠা ,
গোবর্ধন গিরি হস্তে তুমি শৃঙ্গরাজা ।


বাল্যকালে কালীয়দমন , পার্থের সারথী
ঘোচাও প্রভু হে মোদের দুর্মতি ।
সকলের সখা তুমি দুর্বুদ্ধি নাশক ,
জগতের পতি তুমি সকলেরই পালক ।


( সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা । )


*****************************


লেখার তারিখ : ৫ই ভাদ্র
লেখার সময় : দুপুর ১২ টা
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন