নর হলো নারীর স্রষ্ঠা
        নারী নরের আধার ,
নর নারীর বাঁচার আশা
        নারী নরের রূপাকার ।


নারী ছাড়া চলে না নর
        নর ছাড়া নারী ,
তবুও সবাই করি কেনো
        এত বাড়াবাড়ি !


নর তুমি বৃক্ষমূল
        নারী বৃক্ষপাতা ,
দুজনে মিলে জগতসংসারে
        আনিছো যে ছায়া ।


নরের বিশ্বাস আর নারীর প্রেম
        সভ্যতার আদিরূপ ,
দুজনেই যে একে অন্যের
         শ্রেষ্ঠ প্রতিরূপ ।।