সভামাঝে দুর্যোধন হস্তে যখন
দ্রৌপদীর বস্ত্রহরণ ,
রা কাড়ে নি একটি বারও
ভীষ্ম-ভিম , যুধিষ্ঠির-দ্রোন ।


কোথায় ছিলো ধৃতরাষ্ট্র ?
কোথায় ছিলো কর্ণ ?
গর্জে উঠে প্রতিবাদ করে
কৌরবেরই বিকর্ণ ।


শোষিত এ সমাজকে যখন
ঘুণপোকাতে খায় ,
একটিবারের জন্য হলেও মানুষ
তখন বিকর্ণকে চায় ।


চেঁচিয়ে উঠে বলবে সে
শাসক তুমি অপদার্থ ,
রাজশাসন মানায় না তোমায়
চরম তুমি ব্যর্থ ।


শাসক ভয়ে ন্যুব্জ যখন
বলতে পারিনা কেউ কথা ,
মনের মাঝে বাজে শুধুই
নীরেন্দ্রনাথের সেই কবিতা ।


সেই শিশুটি ভুমিষ্ট হোক
বলবে রাজা উলঙ্গ ,
করছো কেনো প্রতিবার তুমি
আমাদের স্বপ্নভঙ্গ ।


শাসক তুমি ক্ষান্ত হও
অপব্যবহার করো না ক্ষমতা
সুস্থ সমাজ গড়ি সবাই
এই কবি মনের বারতা ।


********************************************


লেখার তারিখ : ০২/০৯/১৯
সময় : রাত ১২:৩০
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন