কারোর বেগুনে এলার্জি , কারোর চিংড়ি মাছে , কারো বা অন্য কিছুতে তবে আমার ওসবে কোনো কিছুতেই এলার্জি নেই , আমার এলার্জি প্রেমে । তবুও প্রেম ( লোকের ভাষায় , তবে আমি প্রেম বলবো না , ভালোবাসা বলবো ) করি । তাই ভালোবাসার মানুষটির কাছ থেকে সময়ে ইচ্ছা হয় এমন একটি পত্র পাওয়ার । কেমন পত্র ? সেটাই কবিতার আকারে লিখলাম ।


*****************************


কেউ একটা চিঠি লিখবি আমায় !
মেঘ পিওনের হাত থেকে নেবো ।
সোনালী রঙের খামের ওপরে লেখা থাকবে
নাম - বিষাক্ত মানুষ
ঠিকানা - কোনো এক অজানা দেশ
খামের ভিতরে একগুচ্ছ রঙিন পাতা লেখা পরপর ,
প্রথমে হলুদ , পরে নীল , লাল , আরও অনেক ,
আর তাতে লেখা থাকবে


তোমাকে বকুল ফুলের গল্প শোনানো হয়নি অনেকদিন
তোমার সাথে পক্ষীরাজ ঘোড়ায় চেপে
পরিযায়ী পাখিদের দেশে যাওয়া হয়নি
যেতে যেতে গল্প শোনাবো -
সঙ্গে নেবে আমায় ?


তোমার কবিতার মেঠো পথে আমি
কলস কাঁখে জল আনবো
তুমি দূরে দাঁড়িয়ে বাঁশি বাজাবে !
আমি কান পেতে শুনবো
বাঁজাবে কি ?


আমার খোঁপার ওই সাদা বেলফুলটি
তোমায় সযত্নে উপহারস্বরূপ দিতে চাই ,
না হয় প্রেমের মূল্য হিসাবেই
তুমি নেবে কি ?


তুমি রবীন্দ্রনাথের সুরে গুন গুন করবে
আর আমি তোমার কাব্যিক ছন্দে
অলংকার গেঁথে দেবো
"শাওন গগনে ঘোর ঘনঘটা"


পত্রের শেষে আম্রপল্লবে লেখা থাকবে
প্রিয়তম ভালো আছো ?
পত্র পেলে আমার নামে একটি কবুতরের মুখে
গোলাপের কুঁড়ি পাঠিয়ে দিও
সযত্নে ফোঁটাবো.....


               ইতি
তোমার অন্তঃপুরের নিবাসী
         ৩১শে ভাদ্র