প্রজাপতি
- দীপাঞ্জন হালদার


এফুল ওফুল উড়ে গিয়ে
ফুলের মধু খায় ,
বিহ্বল স্রোতে করে খেলা
বৈঠা তরী বায় ।


নানান রঙে রঙিন সে যে
লাল , নীল আর সবুজ
ধরা যে দেয়না সে
এমনি সে অবুঝ ।


শুঁয়োর বুকের পাঁজর চিরে
ধরার নব সৃষ্টি
সুন্দরতার চলমানে
রঙিন প্রজাপতি ।


শুঁড়ে শুঁড়ে নতুন সুরে
চঞ্চলতার গান
বেঁচে থাক শুঁয়োর মাঝে
রমণ কলতান ।


******************************
লেখার তারিখ : ১৭/০৮/১৯
লেখার সময় : রাত্রি ১১:২০
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন