( আমার প্রিয় শিক্ষকের উদ্দেশ্যে )


শিক্ষক তুমি জ্ঞানের প্রদীপ
জ্বালাও অন্তরে ,
একটু জলের আশা যেনো
ধু ধু মরুর প্রান্তরে।


জীবন চলার পথে আসে
নানান মানুষ , নানান অবদান ,
মাতা-পিতার পরে শ্রেষ্ঠগুরু
তুমি মহান ।


শিক্ষার পূর্ণ জ্যোতি
প্রাণে ছোঁয়াও তুমি ,
বদ্ধ মনটাকে উন্মুক্ত করতে
শেখাও তুমি ।


বিষ্ণুপুরে ঘুরতে যাওয়া কিংবা
পিকনিক ফুলতলাতে ,
সবেতেই স্নেহের পরশ
প্রাণোচ্ছল হাসি মনেতে ।


স্কুল কিংবা পড়ার ব্যাচে
মাতাতেন গানে মাঝে মাঝে ,
আপনার সেই বকাগুলো
এখনো মনে বাজে ।


বলতে পারবো না কি শিখেছি বা
কি শিখিনি আপনার থেকে ,
তবে চেষ্টা করি অপনকের মতো করে
শিক্ষার আলো ছড়াতে ।


আপনাকে দেখেই সাহিত্যভূমিতে
আমার হাতেখড়ি ,
তাই একটি লেখা আপনাকে
সম্পর্পিত করি ।


জীবনপথে যেনো চলতে পারি
আশীর্বাদ করুন প্রাণ ভরে ,
ভুল ত্রুটি হলে পরে
দেবেন মাফ করে ।


********************************************


লেখার তারিখ : ৫ই সেপ্টেম্বর
লেখার সময় : সকাল ৭:৩০
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন