আমি সুন্দর ,
আমি ফুলের রানী ।
তবুও আমার মন কাঁটায় ক্ষত-বিক্ষত !
আমি অনেক অপূর্ণ ভালোবাসার সাক্ষী !
কোনো এক বসন্তে আমায় সাক্ষী রেখে -
তাদের ভালোবাসার শুরু ,
কালবৈশাখিতে শেষ !
আমার স্থান হবে কোনো এক ডাইরির ভাজে ।
আমার টুকটুকে লাল রং পরিণত হবে বাদামীতে ,
খসে যাবে উজ্জ্বলতা -
যেদিন আমাকে গাছ থেকে তোলা হয়েছিলো ,
আমার মৃত্যু সেদিন হয়নি ।
আমার মৃত্যু হয়েছিল , যেদিন দুটি ভালোবাসাকে
অপূর্ণ রেখে সমাধিস্থ হয়েছিলাম ডাইরির পাতায় !
মনের মাঝে ক্ষত নিয়ে আমার মৃত্যু হবে !
হয়তো কোনো একদিন আবারও
আমাকে তার মনে পড়বে ।
অশ্রুজলে সিক্ত করে , ঠোঁটের আলতো চুম্বনে
আবারও রেখে দেবে ডাইরির ভাজে !
যদি আমি কথা বলতে পারতাম -
তবে হয়তো বলতে পারতাম ,
সে তোমাকে কত ভালোবাসে ।
কিন্তু হায় !
আমার বুক ফাঁটে , তবুও মুখ ফোটে না !
আমিতো চাইনি দুটি ভালোবাসা অপূর্ণ থাকুক ,
আমিতো চেয়েছিলাম দুটি মনের মিল করাতে
কিন্তু , অবশেষে ...
সাক্ষী থাকলাম দুটি মিথ্যে ভালোবাসার !