একটা তীব্রবেগে ঝড় হোক
লণ্ডভণ্ড হোক সমস্তকিছু
ভেঙে যাক মনের সমস্ত দরজা
তবে আবারও নতুন করে শুরু করবো
সমস্ত কিছুর যাত্রাপালা


একটা নয় , দুটো নয় , এক এক করে
নাটকের পর নাটক সাজিয়ে দেবো
জীবনের রঙ্গমঞ্চে
তবে তার আগে রঙ্গমঞ্চে ভাঙ্গন চাই
আমার মনের ভাঙ্গন চাই ।


প্রতিবারের মতো এবারও
প্রতিশ্রুতির বন্যা দেবো
তবে সেটা মিথ্যা এবং অবিশ্বাসের
তবে তার আগে বিশ্বাস ভাঙতে হবে
আমার মনের বিশ্বস্ততা ভাঙতে হবে ।


আবারও সুখ-দুঃখের সাথে ছিনিমিনি খেলবো
অট্টহাসি হেসে ওদের সাথে
পা মিলিয়ে চলবো
তবে তার আগে পড়ে যেতে চাই
আমার মনের পড়ন চাই ।


জীবনের সংঘাতগুলির সাথে আপনতা ঘটিয়ে
আমার নতুন আমিকে চাই
তবে তার আগে আমার পুরাতন
আমির ভাঙ্গন চাই
ভাঙ্গন চাই !


২৮/১০/১৯
রাত ১১ : ৪০