#
অন্ধ সবুজ বিছানায়, ক্ষুধার্ত পাথরের মুগ্ধতা
তিমি আমাদের চিনে নেয়, চিনিয়ে নেয়
গলায় ঢেলে নেয় - গ্রহাণুর চুমু


যা সব ক্ষমা ঘেন্না; সব - সব টুকু, গেঁজে মদ হয়


#
উচ্চারণ রোদমাত্রিক উত্তাপ ধরে রাখে, এক ডাকে ছুটে আসে কবেকার ফিসফাস। তুমি, অপেক্ষা করো। কোন এক বৈকালিক বনেদি পুকুরের জলে, ঢেউ আসে আবার মিলিয়ে যায়। ভিজে কাপড় থেকে ঝড়ে পড়ে বিন্দু বিন্দু অভিসম্পাত -- আহা! বুভুক্ষু চোখ।


#
ডোরাকাটা অভিমান নিয়ে বাস করে যুদ্ধক্ষেত্র; অঙ্কে আহাম্মক ইহজন্ম
ছিপছিপে লোক দেখানো রক্তরাঙা ঠোঁট। ভাঙা চশমার ডাটিতে ভিজে গলার স্বর


#
শহরে হাটার মত বিস্ময়কর কিছু নেই। একা, সেই দৃশ্য দেখতে দেখতে আকাশে ফুটে ওঠে বৃষ্টিপাতের গন্ধ। দু-ভাঁড় চা নিয়ে দাড়িয়ে                               -- দূরের চলে যাওয়া।