১.
কি ভাবে অপেক্ষা করছ তুমি? ঘ্রাণের মধ্যে ঘ্রাণ; প্রাচীন মাঠের ঘাসে পুড়ে যাচ্ছে আমার ঠাই। আমার দুমুঠো বেল ফুলের রাত।


২.
যে শূন্য শুধু খোলস ছেড়ে নদীভাব নিয়ে পাড় ভাঙে; তার নীরবতাই পাখি দের খাদ্য হয়। পুরাতন গাছগুলির সামনে অনায়াসে কাটিয়ে দিতে পারি ... বিন্দু বিন্দু স্পর্শ; এ ভাবে জেগে ওঠে, সকালের রং এ জমা হয়, একটা সাজানো গোছানো পাখিরালয়


সে ফিরে ছিল আবার, আগুনের তাপে ব্যভিচারি হয়ে


৩.
সখি তুমি কি কদম্বপুষ্প চেন?


এই শৈশবের জলদাগ পেরিয়ে, যে নিশিহত চাঁদপালক - তার ছিপছিপে হাতে কদম্বশাখা।


৪.
দাড়িয়ে থাকুক বেঁচে থাকা আগুন
অশ্রুত শব্দ দের কাছে পৌঁছে দেও ডাকপিয়নের ঠিকানা
                       খেয়াল রেখ, তোমার উচ্চারনবিধি
বেঁধে রেখেছে নদীরঘাট।