# ১)
এমন বৃষ্টি দিনে আমি নিজেকে ভেবে নিতে পারি কাগজের নৌকা, তোমার হিস্ট্রি নোটখাতার ভাজে যে উদাসীন ভাব লেগে থাকে তার ধুসর গল্পেরা
ছুঁয়ে দেয় আমার একা থাকার প্রহর


অপূর্ণ অসুখ
ঘন হয় হাতের স্পর্শ
গলতে থাকে
ভিতু ফুলদানীর মর্মস্পর্শী বেদনায়


মিথ্যে হয়না অথবা হয়
এক একটা দিন
মাটির গন্ধ লেপটে থাকে। গুম মেরে থাকে ডাক বাক্স


পিয়নের হাতে হারিয়ে যাওয়া চিঠিদের ঠিকানা। এ প্রান্ত থেকে ও প্রান্ত বেধে ফেলে আবছা অভিমান। জমা হয়ে থাকে কথাদের রোজগুজরান।


# ২)


আসলে সবটাই এক রকম


যা অন্তহীন
                              ধ্বনি


জলের উপর ভেসে উঠছে নিঃশ্বাস


একসাথে রোমন্থন করি;                  শব্দে      গল্পে         সময়ে
কল্পনা নয়, যা সব যাপনের ইতিহাস সবটাই; চলতে চলতে থমকে দাড়াই


খানিকটা ঝাঁকুনি দেই, সৎ ও সত্যির মাঝে আলোআঁধারি খুড়ে খুঁজে আনি খানিক নিকনো উঠান ও উলঙ্গ রাত


ডুবে যেতে যেতে যার হাতের চুড়িতে ছলকে,  


যাক - গে যা গেছে,  তা গেছে


নিজেকে দোষারোপ করে আর ... তার চেয়ে বরং সেরা মদের গল্প শোনানো যাক