১)


অনর্গল ভিজে পায়ে পায়ে জড়িয়ে যায় বাদল গন্ধ। তেপান্তরের সুরে লেগে থাকে ছলাত ছলাত ... ।ধুমবৃষ্টি - যার ভয়ে পায়ের শব্দ গভীর থেকে গভীরতর হয়। কান পেতে দেই পাথুরে রাস্তায় কথোপকথনে।


২)


কানে কানে অনুরণিত হয়ে যায় আমাদের পরিবর্তিত               ফিসফিসানি
যারা কখনো চেখে দেখিনি সামুদ্রিক বালির স্বাদ
শব্দে গর্জিত নোনতা ফেনাদের আলপনা
                                                       আঁকা হয়ে যায় আয়নায়
শুধু অবাক করা                    আমাদের অনুমান  
শোনো,               শব্দেরা  
খেয়াল রেখো,                  ফুরিয়ে যাওয়া মানে


অসীম শূন্যতা


যেখানে তোমার হাতের সংঘর্ষরত চুড়ির দূরভাষও
কেমন অচেনা মনে হয়


৩)


নড়বড়ে বিষয় নিয়ে আমার স্মৃতিচারণ।
বোতাম খোলা জামা, না, জামা খোলা
বোতাম গড়িয়ে যায় হাহাকারে ...
                                দৃশ্যত প্রতিদ্বন্দ্বিতা। মাঝ বরাবর
হারিয়ে


মেঘ জমে


কয়েক টুকরো হতবাক।
মিছে ভুল
নিরুদ্দেশে যাবে।                       হাতপালনো
একটা
বেডরুম,                                তুমি-আমি
কোথাও না থেকেও জমাট বাধে।
জল
অনুসরণ হয়, অথবা হয় না
ঠোঁটের কোনায় ভাঙ্গা চিনির টুকরো