যে বসন্তে ফুল ফোটেনি , আমি তার ক্লান্ত পথিক ;


ক্ষয়িষ্ণু ধুলো , জ্বালা ধরা স্যাঁতস্যাঁত চোখ
সময়কে অবকাশ দিয়ে দেখেনি ।
পথচলতি ছায়া দের কাছে কখনও জানতে চাইনি ,
তোমার ঠিকানা ; বিকালে নদীর ধারে দাড়িয়ে
মেঘের গন্ধ পাই না বাতাসে ।
তাই , সময়ের কাছে পরাজিত আমি ।


যে বসন্তে ফুল ফোটেনি , আমি তার ক্লান্ত পথিক ;


নষ্ট সম্পর্ক , পথের ধারের ল্যাম্পপোস্ট  
পড়ে থাকা আন্তরিকতা কুড়িয়ে বাঁচা ।
বারুদ-লাগা বাতাসে বুক ভরে নেওয়া নিঃশ্বাসে ,
রক্তাক্ত ভবিষ্যৎ ; চোখ বুজে খাদের ধারে দাড়িয়ে
জীবনের স্বাদ পাই না আকাশে ।
কেননা , রক্তাক্ত ভবিষ্যতের কাছে পরাজিত আমি ।


যে বসন্তে ফুল ফোটেনি , আমি তার ক্লান্ত পথিক ;